ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ খেলবেন ঢাকার হয়ে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। প্লেয়ার্স ড্রাফটে নিজেদের পছন্দ মতো দল গঠন করছে প্রতিটি দল।


ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তাকে দলে ভিড়িয়েছে ঢাকা স্টার্স। একই দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালও।


একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে কে কোন দলে


খুলনা টাইগার্স – কামরুল ইসলাম রাব্বি (ক্যাটাগরি ‘সি’), ইয়াসির আলী চৌধুরী রাব্বি (ক্যাটাগরি ‘সি’) ফরচুন বরিশাল – মেহেদী হাসান রানা (ক্যাটাগরি ‘ডি’), ফজলে মাহমুদ রাব্বি (ক্যাটাগরি ‘সি’) সিলেট সানরাইজার্স – আল-আমিন হোসেন (ক্যাটাগরি ‘সি’), নাজমুল ইসলাম অপু (ক্যাটাগরি ‘সি’) কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ইমরুল কায়েস (ক্যাটাগরি ‘বি’), তানভীর ইসলাম (ক্যাটাগরি ‘সি’) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – শামীম হোসেন পাটোয়ারি (ক্যাটাগরি ‘সি’), মুকিদুল ইসলাম মুগ্ধ (ক্যাটাগরি ‘ডি’) ঢাকা – মাশরাফি বিন মোর্ত্তজা (ক্যাটাগরি ‘এ’), শুভাগত হোম চৌধুরী (ক্যাটাগরি ‘সি’)


একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত:


মোট দেশি খেলোয়াড় : ২০৩ জন মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন অংশগ্রহণকারী দল : ৬টি ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (দেশি) : ১ জন ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (বিদেশি) : ৩ জন স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন একাদশে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন বিপিএল শুরু : ২১ জানুয়ারি বিপিএল ফাইনাল : ১৮ ফেব্রুয়ারি

ads

Our Facebook Page